হোম > অপরাধ > ঢাকা

নরসিংদী বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

এর আগে গতকাল রোববার দুপুরে বিআরটিএ নরসিংদী সার্কেল ও ডিসি অফিস সংলগ্ন একটি দোকানে এবং জেলা আইনজীবী ক্লার্ক সমিতি সংলগ্ন একটি দোকানের ভেতর অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আলামিন (৪২), ইব্রাহীম মোল্লা (৩০), খোকন ভৌমিক (৪০), সজিব আহম্মেদ (২৬), মশিউর রহমান রাসেল (৩০), এমদাদুর রহমান (৩৯), জহিরুল ইসলাম দুলাল (৪৭), মো. সাইফুল ইসলাম (২৮), রাহেল মিয়া (৩৫), ইমাম হোসেন (৩৬), জাহিদুল ইসলাম শান্ত (২৫) ও আলতাফ হোসেন (৫৩)। তাঁরা রায়পুরা, পলাশ, মাধবদী ও নরসিংদী শহরের বিভিন্ন মহল্লার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, দালাল চক্রটি বিআরটিএ’র লাইসেন্স তৈরি করে দেওয়ার কথা বলে ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে বেআইনিভাবে অন্যের বিআরটিএ আবেদন ফরম নিজেদের দখলে রেখে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় বিআরটিএ অফিস কর্তৃক স্বাক্ষরিত ১১ জন দালালের একটি তালিকা পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তালিকাভুক্ত ৪ প্রধান দালালসহ তাঁদের সহযোগী আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পরে তাঁদের দখল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের দখল থেকে একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, ১৫টি মোবাইল, ৩০টি সিমকার্ড, ২৬ হাজার ৯০০ টাকা, ১০টি বিভিন্ন ধরনের সিল ও বিআরটিএ’র বিভিন্ন ধরনের ৩০০টি ফরম জব্দ করা হয়েছে।’ 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল