হোম > অপরাধ > ঢাকা

যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যার দায়ে রাজবাড়ীতে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। মামলায় অন্য ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে। 

নিহত ছাত্র একই ইউনিয়নের মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সাইফুল ইসলাম রিপন মণ্ডল ঢাকা থেকে নিজ গ্রাম দৌলতদিয়া আসেন। ওই দিন রাত ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের মামলায় ১৩ জন আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন বিচারক। মৃত্যুদণ্ড আসামি পলাতক রয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। 

তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হলে তারা উচ্চ আদালতে আপিল করতে পারেন।’

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ