হোম > অপরাধ > ঢাকা

চাঁদাবাজির মামলায় রিমান্ডে উপজেলা শ্রমিক লীগের সভাপতি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে চাঁদাবাজির মামলায় এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (ডামুড্যা) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এ আদেশ দেন।

এর আগে বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বর থেকে কালাম চৌকিদারকে গ্রেপ্তার এবং ওই দিনই আদালতে হাজির করে তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন আদালত। গতকাল সেই শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। কালাম চৌকিদার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন আটকে চাঁদাবাজি করছিলেন কালাম চৌকিদার ও তাঁর সহযোগীরা। তিনি ডামুড্যা উপজেলায় যত ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা রয়েছে, সবগুলো থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা তুলতেন। এ ছাড়া নতুন কোনো গাড়ি সড়কে নামানো হলে তাঁকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তিনি লোকজন দিয়ে গাড়ি আটক করে নিয়ে যেতেন। এ ছাড়া কালামের বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রি, চোরাই অটোগাড়ি বিক্রি ও অন্যের জমি জবরদখলের অভিযোগ। ডামুড্যায় চুরি যাওয়া সব গাড়ির দরবার হয় তার অফিসে। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে এবং আদালতে আটটি মামলার বিচার চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ডামুড্যা উপজেলার ছাতিয়ানি গ্রামের জুলফিকার সরদারের ছেলে মোহাম্মদ হাসান চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। সম্প্রতি তিনি সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে গ্রামে চলে আসেন এবং ডামুড্যা-শরীয়তপুর সড়কে চালানো শুরু করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদার তাঁর লোকজন দিয়ে অটোরিকশাচালক মোহাম্মদ হাসানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পুরো টাকা দিতে অপারগতা প্রকাশ করে মোহাম্মদ হাসান ৫ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে বলে জানান। ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে হাসানের ওপর ক্ষুব্ধ হন কালাম চৌকিদার। এরপর গত ৯ এপ্রিল বাসস্ট্যান্ডে গেলে হাসানের অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যান কালাম। হাসান ও তাঁর বাবা জুলফিকার আলী কালাম চৌকিদারসহ স্থানীয় বিভিন্ন নেতার কাছে ধরনা দিয়েও অটোরিকশাটি ফেরত পাননি। 

পরে নিরুপায় হয়ে হাসানের বাবা জুলফিকার আলী বাদী হয়ে বুধবার সকালে ডামুড্যা থানায় কালাম চৌকিদার, তাঁর ভাই রাজা চৌকিদার, তাঁদের সহযোগী সেন্টু কোতোয়ালকে আসামি করে মামলা করেন। ওই দিনই অভিযান চালিয়ে ডামুড্যা উপজেলা চত্বর থেকে অটোরিকশাসহ কালামকে গ্রেপ্তার করে পুলিশ।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ‘বুধবার সকালে মামলা হওয়ার পর কালামকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। পরে গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে আদালত কালামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। কালাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট