হোম > অপরাধ > ঢাকা

কালিহাতিতে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

কালিহাতীতে র‍্যাবের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার কালিহাতী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ তোরণের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী (মধ্যপাড়া) গ্রামের মো. নুরুল ইসলাম নুরুর ছেলে মো. আবদুল রাজ্জাক (৩৫), কালিহাতী (মুন্সীপাড়া) গ্রামের মো. ইনসান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম সফি (৩২) ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হারুন অর রসিদ (৩৫)। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল রোববার কালিহাতী পৌর এলাকার উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ তোরণের (গেটের) নিচ থেকে ১৯ (উনিশ) গ্রাম প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ