হোম > অপরাধ > ঢাকা

কালিহাতিতে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

কালিহাতীতে র‍্যাবের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার কালিহাতী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ তোরণের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী (মধ্যপাড়া) গ্রামের মো. নুরুল ইসলাম নুরুর ছেলে মো. আবদুল রাজ্জাক (৩৫), কালিহাতী (মুন্সীপাড়া) গ্রামের মো. ইনসান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম সফি (৩২) ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হারুন অর রসিদ (৩৫)। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল রোববার কালিহাতী পৌর এলাকার উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ তোরণের (গেটের) নিচ থেকে ১৯ (উনিশ) গ্রাম প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট