হোম > অপরাধ > ঢাকা

কালিহাতিতে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

কালিহাতীতে র‍্যাবের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার কালিহাতী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ তোরণের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী (মধ্যপাড়া) গ্রামের মো. নুরুল ইসলাম নুরুর ছেলে মো. আবদুল রাজ্জাক (৩৫), কালিহাতী (মুন্সীপাড়া) গ্রামের মো. ইনসান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম সফি (৩২) ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হারুন অর রসিদ (৩৫)। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল রোববার কালিহাতী পৌর এলাকার উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ তোরণের (গেটের) নিচ থেকে ১৯ (উনিশ) গ্রাম প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন