হোম > অপরাধ > ঢাকা

কালিহাতিতে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

কালিহাতীতে র‍্যাবের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার কালিহাতী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ তোরণের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী (মধ্যপাড়া) গ্রামের মো. নুরুল ইসলাম নুরুর ছেলে মো. আবদুল রাজ্জাক (৩৫), কালিহাতী (মুন্সীপাড়া) গ্রামের মো. ইনসান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম সফি (৩২) ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হারুন অর রসিদ (৩৫)। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল রোববার কালিহাতী পৌর এলাকার উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ তোরণের (গেটের) নিচ থেকে ১৯ (উনিশ) গ্রাম প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার