হোম > অপরাধ > ঢাকা

মধ্যরাতে রাজধানীর কিংফিশার বারে গ্রাহক–বাউন্সার মারামারি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কিংফিশার নামের একটি বারে মারামারির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বারে গতকাল মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

বার ও সেখানকার খদ্দেরদের সূত্রে জানা যায়, সাভারের ফরহাদ নামের এক ব্যবসায়ী ও কিংফিশার বারের বাউন্সার শাহরিয়ার রহমানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহরিয়ারসহ বারটির অন্য স্টাফরা ফরহাদকে মারধর করেন। ওই সময় ফরহাদের বন্ধুবান্ধব বাধা দেন। পরে দুই পক্ষে মারামারিতে রূপ নেয়। 

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা–পুলিশ বারের ভেতর প্রবেশ করে। এ পরপরই বেশ কয়েকজন নারীসহ খদ্দেরদের বের হতে দেখা যায়।

এ বিষয়ে কিংফিশার বারের বাউন্সার শাহরিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (ফরহাদ) আমাকে মা তুলে গালাগাল দেয়। পরে সহ্য করতে না পেরে তার গায়ে হাত তুলি।’ 

ব্যবসায়ী ফরহাদ মদ্যপ অবস্থায় থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, ফরহাদ পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) ভাই।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাফিন ইসতিয়াক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে কিংফিশার বারটিতে ঝামেলার কথা শুনি। পরে সেখানে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করি।’

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ