হোম > অপরাধ > ঢাকা

কর্মস্থলে ফেরার দিনই বাড়ির পথে কনস্টেবলের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়েছে পুলিশ। স্বজনেরা মরদেহ নিয়ে তাঁর গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার করুয়া গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। 

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মনিরুজ্জামানের ফুপাতো ভাই জাকিরুল আলম মরদেহ বুঝে নেন। 

এর আগে আজ ভোর সোয়া ৪টার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

জানা গেছে, মনিরুজ্জামানের বাঁ হাত, কাঁধ ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে শেরপুরে রওনা দেওয়ার আগে জাকিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ আমরা বুঝে পেয়েছি। মরদেহ নিয়ে এখন মনিরুজ্জামানের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছি। গ্রামের বাড়িতে মনিরুজ্জামানের দাফন সম্পন্ন হবে। আজ সকালে বাড়ি থেকে এসে ডিউটিতে যোগ দেন মনিরুজ্জামান।’

জাকিরুল বলেন, ‘গ্রামের বাড়িতে মনিরুজ্জামানের স্ত্রী, দুই ছেলেসন্তান ও মা-বাবা আছেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম তালুকদার। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মনিরুজ্জামান দ্বিতীয়। মনিরুজ্জামান ২০০২ সালে সেপ্টেম্বরে পুলিশে যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।’ 

উল্লেখ, আজ সকালে রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। তবে কেবা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি। 

এ বিষয় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। তাঁকে কী উদ্দেশ্যে হত্যা করা হয়েছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে ধারণা করছি, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’ 

জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফেরেন। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাহত হন।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি