হোম > অপরাধ > ঢাকা

স্ত্রীকে হত্যার ৬ দিন পর স্বামী গ্রেপ্তার 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রী শাহানাজ বেগমকে হত্যা করার ৬ দিন পর ঘাতক স্বামী রুবেলকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শাহানাজ বেগম সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। 

পুলিশ সূত্রে জানা যায়, রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত মঙ্গলবার সকালে সখিপুরে বেড়াতে যান তাঁরা। পরে সন্ধ্যায় তাঁরা সখিপুরের মোল্লাকান্দি বিলের পাশ দিয়ে হেঁটে নদীপাড়ে আসছিলেন। পথে রুবেল শাহানাজের গলা টিপে হত্যা করেন। এ সময় তাঁদের ছেলে সোহান (৭) চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে যায়। 

এ সময় রুবেল তাঁর ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যান এবং বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে পালিয়ে থাকতেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ওড়না প্যাঁচানো অবস্থায় শাহানাজের মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ওসি বলেন, গতকাল সোমবার গভীর রাতে চাঁদপুরের মতলব থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন