হোম > অপরাধ > ঢাকা

৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চর বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশরাফ শেখ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জামালপুরের দক্ষিণ নারগানা এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আশরাফ শেখ ওই এলাকার সোলেমান শেখের ছেলে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। 

ভুক্তভোগীর মা বলেন, সকালে তাঁর মেয়ে অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী আশরাফ ওই শিশুকে তাঁর ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে এলে আশরাফ পালিয়ে যান। পরে ওই শিশু ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিকেলে গ্রাম পুলিশের মাধ্যমে আশরাফকে আটক করে ইউনিয়ন পরিষদে আনেন ইউপি চেয়ারম্যান। প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত আশরাফকে পুলিশের কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান। 

সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমল বলেন, ‘প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে সন্ধ্যায় অভিযুক্ত আশরাফকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

কালীগঞ্জ থানার এসআই শামীম মিয়া বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ থেকে আশরাফকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের