হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে বাসার ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঢামেক (ঢাকা)

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ (১৩) নামের এক কিশোরের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লালবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

নিহত হাফিজ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ির খাল এলাকার হারুন শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে লালবাগ ডুরী আঙুল লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। হাফিজ নিউমার্কেট এলাকায় হকারি করতেন। 

লালবাগ থানার এসআই শেখ ফিরোজ আলম জানান, খবর পেয়ে গত রাত সাড়ে ১১টার দিকে ডুরী আঙুল লেনের ৪৭ / ১ নম্বর এনামুল হকের বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ছাদের বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়া ছিল। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়ে এবং পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পাটের রশি, রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁকে জবাই করে হত্যার পর লাশ গুমের জন্য তার পরনের জামা কাপড় খুলে ফেলা হয়েছে। বিস্তারিত আরও জানার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি। 

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের