হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে বাসার ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঢামেক (ঢাকা)

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ (১৩) নামের এক কিশোরের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লালবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

নিহত হাফিজ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ির খাল এলাকার হারুন শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে লালবাগ ডুরী আঙুল লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। হাফিজ নিউমার্কেট এলাকায় হকারি করতেন। 

লালবাগ থানার এসআই শেখ ফিরোজ আলম জানান, খবর পেয়ে গত রাত সাড়ে ১১টার দিকে ডুরী আঙুল লেনের ৪৭ / ১ নম্বর এনামুল হকের বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ছাদের বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়া ছিল। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়ে এবং পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পাটের রশি, রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁকে জবাই করে হত্যার পর লাশ গুমের জন্য তার পরনের জামা কাপড় খুলে ফেলা হয়েছে। বিস্তারিত আরও জানার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু