হোম > অপরাধ > ঢাকা

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মরম, মহিম, করিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলী। আসামিরা সবাই ধোবাউড়া থানার বতিহালা গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায়ে জানানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মৃত উজ্জ্বল মিয়া একজন ব্যবসায়ী ছিলেন। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনানুযায়ী ২০১৩ সালের ২৭ মার্চ রাত ৯টার দিকে তাঁর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয় একটি মেলা থেকে বাড়ি ফেরার পথে বতিহালা গ্রামের ইবতেদায়ি মাদ্রাসার উত্তরপাশে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম এবং দুইটি পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ধোবাউড়া হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত উজ্জ্বলের বড় ভাই মোহাম্মদ কুদরত আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে, বিচার চলাকালে আসামি আব্দুর রশিদ মারা যান।

 

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি