হোম > অপরাধ > ঢাকা

 ‘বাবা ষড়যন্ত্রের শিকার’ মেয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী উল্লেখ করে বাবার মুক্তির দাবি জানিয়েছেন বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এন এইচ বুলুর মেয়ে নুসরাত লায়লা বুলু। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। তিনি নিজেও বিএনএস গ্রুপের একজন পরিচালক। 

গত বছরের আগস্টে বনানী থানার একটি অর্থ পাচার মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুকে কারাগারে পাঠান আদালত। ওই মামলায় বুলুর বিরুদ্ধে ১২ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। 
 
সংবাদ সম্মেলনে নুসরাত লায়লা বুলু দাবি করেন, ‘বিনা কারণে আমার বাবাকে ৮০ দিন জেলহাজতে রাখা হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমরা দুদক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা কোনো সাড়া দিচ্ছেন না। 

নুসরাত বলেন, ‘একই তথ্যের ভিত্তিতে একই মামলা দিচ্ছে দুদক ও সিআইডি। আমার বাবা মানি লন্ডারিংয়ে যুক্ত এমন কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারেনি।’ 

এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে নুসরাত লায়লা বলেন, ‘ব্যাংক স্টেটমেন্টে বলা হয়েছে বাবা সেখানে কোনোভাবেই জড়িত নন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’ 

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুলুর স্ত্রী হোসনে আরা নাজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, এম এন এইচ বুলু গত ১৬ নভেম্বর থেকে জেলহাজতে। আমির ফুডস নামের একটি প্রতিষ্ঠানের রপ্তানির বিপরীতে সরকারি প্রণোদনার অর্থ আত্মসাতের অভিযোগে বনানী থানার মামলায় এম এন এইচ বুলুকে ১ নম্বর আসামি আমির হোসেনের ব্যাংক হিসাবের নমিনি দেখিয়ে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। ওই ব্যাংক হিসাবের নমিনি ফরমে বুলুর কোনো স্বাক্ষর নেই। 
 
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনএস গ্রুপের মহাব্যবস্থাপক মোকসুদুজ্জামান, মার্কেটিং ডিরেক্টর বড়ুন চন্দ্র সেন, এন এইচ বুলুর ভাই সাইফুদ্দিন আহমেদ মিলন। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর