কিশোর আসামিকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের ঘটনায় চাঁদপুরের সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) নুরে আলমকে তলব করেছেন হাইকোর্ট।
২২ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ এই আদেশ দেন।
চাঁদপুরের মতলবে একটি হত্যা মামলায় ১৬ বছর বয়সী আসামিকে নির্যাতনের কথা জেনেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ঘটনায় সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় বিচারক নুরে আলমকে তলব করা হয়েছে।
গত ১৪ মার্চ হাইকোর্টের আরেকটি বেঞ্চ নূরে আলমের কাছে ব্যাখ্যা চান। বিচারক ব্যাখ্যাও দাখিল করেন। আজ কিশোর আসামি ফরহাদের জামিনের মেয়াদ বৃদ্ধির শুনানিকালে বিচারকের ব্যাখ্যা হাইকোর্টের নজরে আসে। তাঁর ব্যাখ্যা আদালতের কাছে সন্তোষজনক মনে হয়নি। এ কারণে আবার তলব করা হয়।
আদালতে কিশোর আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রিমি নাহরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।