হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর ডেমরায় ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলি, যুবক গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা বামৈল এলাকায় পুলিশের শটগানের গুলিতে একজন আহত হয়েছেন। তাঁর নাম মিনহাজুল আবেদন ফাহিম (২৭)। তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। 

আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সদস্যরাই ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘গত রাতে আড়াইহাজার শ্রীবর্দী এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িতদের ধরতে ডেমরায় অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এ সময় গুলির ঘটনা ঘটে। এতে এক ডাকাত সদস্য আহত হয়েছে। এ ছাড়া পুলিশের চার সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযান এখনো অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

এদিকে আহত ফাহিমের স্ত্রী বৃষ্টি আক্তার সীমা বলেন, তাঁরা দেল্লা বামৈল মাতবর বাড়ি রোডে নিজেদের বাড়িতে থাকেন। ফাহিম তেমন কিছু করেন না। বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আজ ভোরে তাঁদের বাসায় বেশ কয়েকজন মানুষ আসেন। তাঁরা নিজেদের পরিচয় না দিয়ে বাড়ির গেট ধাক্কাতে থাকেন এবং ডাকাডাকি করেন। তখন ফাহিম ও তাঁর ছোট ভাই নাইম (২৩) ভয়ে ঘর থেকে বের হয়ে ছুটোছুটি শুরু করেন। এ সময় সাদাপোশাকে থাকা পুলিশ গুলি করে। ফাহিমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে ফাহিমের ছোট ভাইকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন