নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় ইমন (২৪) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতেই উপজেলার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার আটকের বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আটককৃত ব্যক্তির নাম মশিউর রহমান রাজু (২৪)। তিনি বরিশালের পটুয়াখালীর ধানমালী বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।
ওসি মশিউর রহমান বলেন, ‘ঘটনাটি ঘটার পর রাতের বেলা আমরা আসামিকে আটক করি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’