হোম > অপরাধ > ঢাকা

হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় হাসপাতালের ছাদে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা শেখ শাকিলের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই ছাত্রলীগ নেতাকে আসামি করে সদর থানায় ধর্ষণ মামলা করেন। গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত শেখ শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। শাকিল সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের চরমুশুরা এলাকার মো. হাবিবুরের ছেলে। তিনি পরিবারসহ মুন্সিগঞ্জ পৌরসভার দুধবাজারসংলগ্ন খালইষ্ট এলাকার একটি আবাসিক ভবনে ভাড়া থাকেন। 

এজাহার সূত্র ও ভুক্তভোগী কিশোরী জানায়, কিশোরীর মা হাসপাতালে আয়ার কাজ করতেন। এই সুবাদে প্রায়ই হাসপাতালে যাতায়াত ছিল তার। মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল ওই কিশোরী। একই সময় ৪-৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতা শাকিল। 

পরে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে মানুষ কমে এলে প্রয়োজনীয় কথা আছে বলে কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল। এতে অস্বীকৃতি জানালে এক পর্যায় ভয়ভীতি দেখিয়ে তাঁকে টেনে-হিঁচড়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসা নেয় ভুক্তভোগী।

অভিযোগের বিষয়ে জানতে শেখ শাকিলের মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। 

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঘটনাটি জানতে পারি। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা