অবৈধ উপায়ে সুদান থেকে নিয়ে আসা ১০টি পোষা ইগল পাখি জব্দ করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে পাখিগুলো জব্দ করা হয়। পরে ইগল পাখিগুলো গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (২৭ নভেম্বর) ইগল পাখিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নিয়মবহির্ভূতভাবে পোষা পাখি আমদানি করার অপরাধে পাখিগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, পাখি আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স সারা অ্যাগ্রোকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা করা হয়েছে।