হোম > অপরাধ > ঢাকা

সোনা চোরাচালানের দায়ে বিমানবালার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সোনা চোরাচালানের একটি মামলায় বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ রায় দেন। 

কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। রায় আরও বলা হয়, আসামির যত দিন কারাগারে ছিলেন কারাদণ্ড থেকে ওই মেয়াদ বাদ যাবে। 

রায়ের আগে মৌসুমীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে আবার তাঁকে সাজার পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। 

মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে বিমানবন্দরে আটক হন বিমানবালা রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যার ওজন সব মিলিয়ে সাড়ে ৯ কেজি। 

এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। 

 ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট