মধুখালীতে ১ হাজার ৬’শ পিস ইয়াবাসহ মোঃ মোক্তার শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার রাতে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের মৃত নিজাম শেখের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে বুধবার দিবাগত রাতে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৬’শ পিস ইয়াবাসহ মোক্তার শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।