নরসিংদীতে প্রাইভেট কারভর্তি ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বরইতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর এলাকার মোহাম্মদ আলী (৩২)।
ওসি মো. আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বরইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেট কারসহ দুজনকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে ঢাকায় বিক্রি করেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।