হোম > অপরাধ > ঢাকা

সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, ৯৯৯-এ ফোন পেয়ে দুই যুবককে আটক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে নাইস আহম্মেদ (১৯) ও ফরহাদ হোসেন (১৯) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার বাশারচালা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক নাইস আহম্মেদ উপজেলার বাশারচালা গ্রামের আবুল হোসেনের (মৃত) ছেলে এবং ফরহাদ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আবদুল জলিল মিয়ার ছেলে। 

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সখীপুর থানা-পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বাশারচালা গ্রামের অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশে জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণ করার সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে। পরে তাঁদের সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয়রা আপস মীমাংসার চেষ্টা করে। সমাধান না হওয়ায় আজ দুপুরে ৯৯৯ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। ফোন পেয়ে পুলিশ ওই ছাত্রী ও দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। 

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, ‘৯৯৯ ফোন পেয়ে ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন