হোম > অপরাধ > ঢাকা

সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, ৯৯৯-এ ফোন পেয়ে দুই যুবককে আটক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে নাইস আহম্মেদ (১৯) ও ফরহাদ হোসেন (১৯) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার বাশারচালা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক নাইস আহম্মেদ উপজেলার বাশারচালা গ্রামের আবুল হোসেনের (মৃত) ছেলে এবং ফরহাদ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আবদুল জলিল মিয়ার ছেলে। 

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সখীপুর থানা-পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বাশারচালা গ্রামের অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশে জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণ করার সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে। পরে তাঁদের সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয়রা আপস মীমাংসার চেষ্টা করে। সমাধান না হওয়ায় আজ দুপুরে ৯৯৯ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। ফোন পেয়ে পুলিশ ওই ছাত্রী ও দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। 

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, ‘৯৯৯ ফোন পেয়ে ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে