হোম > অপরাধ > ঢাকা

সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালকের পায়ে গুলি

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ-আমুলিয়া রোডের বাইকদিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ট্রাকচালক আহত হয়েছেন। তাঁর নাম মো. আলম (৪৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ রোববার ভোরের দিকে সবুজবাগ আমুলিয়া রোড বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মো. আলম বলেন, তাঁরা বেশ কয়েক দিন ধরে মালিবাগ থেকে বাইকদিয়ায় মাটি ফেলার কাজ করছেন। প্রতিদিনের মতো আজ ভোরে ট্রাকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র ৮-১০ জন দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে প্রথমে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এরপর আলমকে মারধর করে এবং ট্রাক থেকে নামিয়ে তাঁর ডান পায়ে হাঁটুর নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করে। 

ঘটনার সময় ট্রাকমালিক গোলাম ফারুক সঙ্গে ছিলেন। তাঁকে লক্ষ্য করেও গুলি করা হয়েছিল, তবে তাঁর শরীরে লাগেনি। আহত ট্রাকচালক আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুলি তাঁর ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান