হোম > অপরাধ > ঢাকা

সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালকের পায়ে গুলি

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ-আমুলিয়া রোডের বাইকদিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ট্রাকচালক আহত হয়েছেন। তাঁর নাম মো. আলম (৪৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ রোববার ভোরের দিকে সবুজবাগ আমুলিয়া রোড বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মো. আলম বলেন, তাঁরা বেশ কয়েক দিন ধরে মালিবাগ থেকে বাইকদিয়ায় মাটি ফেলার কাজ করছেন। প্রতিদিনের মতো আজ ভোরে ট্রাকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র ৮-১০ জন দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে প্রথমে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এরপর আলমকে মারধর করে এবং ট্রাক থেকে নামিয়ে তাঁর ডান পায়ে হাঁটুর নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করে। 

ঘটনার সময় ট্রাকমালিক গোলাম ফারুক সঙ্গে ছিলেন। তাঁকে লক্ষ্য করেও গুলি করা হয়েছিল, তবে তাঁর শরীরে লাগেনি। আহত ট্রাকচালক আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুলি তাঁর ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের