হোম > অপরাধ > ঢাকা

সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালকের পায়ে গুলি

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ-আমুলিয়া রোডের বাইকদিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ট্রাকচালক আহত হয়েছেন। তাঁর নাম মো. আলম (৪৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ রোববার ভোরের দিকে সবুজবাগ আমুলিয়া রোড বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মো. আলম বলেন, তাঁরা বেশ কয়েক দিন ধরে মালিবাগ থেকে বাইকদিয়ায় মাটি ফেলার কাজ করছেন। প্রতিদিনের মতো আজ ভোরে ট্রাকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র ৮-১০ জন দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে প্রথমে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এরপর আলমকে মারধর করে এবং ট্রাক থেকে নামিয়ে তাঁর ডান পায়ে হাঁটুর নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করে। 

ঘটনার সময় ট্রাকমালিক গোলাম ফারুক সঙ্গে ছিলেন। তাঁকে লক্ষ্য করেও গুলি করা হয়েছিল, তবে তাঁর শরীরে লাগেনি। আহত ট্রাকচালক আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুলি তাঁর ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন