হোম > অপরাধ > ঢাকা

ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন বাবা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে একটি তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশীর ছুরিকাহতে নিহত হন রাকিব (২১)। তাঁর মৃত্যুর ১০ দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবের বাবা সিরাজ উদ্দীনও (৬০)। 

আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের নিহতের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হচ্ছে। 

জানা যায়, প্রতিবেশী দুই শিশুর মধ্যে বিছুটি পাতা লাগানোর নিয়ে দ্বন্দ্ব লাগে। এরই জের ধরে গত ৬ জুন প্রতিবেশী শাহজাহানের ছেলে সাইফুলের (২৪) ছুরিকাঘাতে নিহত হন রাকিব। মনোহরদীর দৌলতপুর গ্রামের সংঘটিত এ হামলায় সাইফুলের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন রাকিবের বাবা সিরাজ উদ্দীন ও চাচাতো বোন পাপ্পি। ৯ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার বিকেলে মারা যান সিরাজ উদ্দীন। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলসহ তিনজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহিরুল আলম বলেন, সিরাজ উদ্দীনের মৃত্যুর খবরটি নিশ্চিত জেনেছি। ঢাকায় সিরাজ উদ্দীনের মরদেহ ময়নাতদন্ত সম্পন্নের পর আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ বাড়িতে আনা হচ্ছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট