হোম > অপরাধ > ঢাকা

ভিক্ষুক সেজে ছিনতাই, গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাইয়ের অভিযোগের রাজধানীর উত্তরায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

মোহাম্মদ মহসীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড থেকে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে। 

ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মূলত বাস স্ট্যান্ডে অবস্থান করে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে। এদের টার্গেট মূলত মহিলা, বয়স্ক লোক, সহজ সরল প্রকৃতির লোকদের। টার্গেটকৃত লোকদের নির্জন স্থানে প্রথমে সালাম দিয়ে থামায়। পরে ঢাকায় এসে সব হারিয়ে গেছে, বাসায় যাওয়ার টাকা নেই। তাই কিছু সহযোগিতা চান। কথার ছলে নির্জন স্থানে চলে যাওয়া মাত্রই তাঁদের সহযোগীরা চলে এসে ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।’ 

মহসীন বলেন, একই কায়দায় উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসলে গোপন তথ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের হাত থেকে বাঁচতে নানান কৌশল অবলম্বন করে তাঁরা। তাঁদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে। পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি। 

ওসি মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি