হোম > অপরাধ > ঢাকা

একাই দুই ছিনতাইকারীকে পেটালেন জবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর থেকে তানজিল পরিবহনের একটি বাসে করে সদরঘাটে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী। সন্ধ্যায় বাসটি কারওয়ান বাজার এসে যানজটে আটকা পড়লে জানালা দিয়ে এক ছিনতাইকারী তাঁর সেলফোন টান দিয়ে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমেই ওই ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন তিনি। তবে ছিনতাইকারীকে ধরতে পারেননি।

এর কিছুক্ষণ পরেই ঘটে আরেকটি ছিনতাইয়ের ঘটনা। ওই তরুণীর সামনেই এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী। আর তখনই ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে ফেলেন ওই ছাত্রী। তাঁর সাহস দেখে অনেকেই এগিয়ে আসেন। ছিনতাইকারীকে ধরে সঙ্গে সঙ্গে পুলিশে দেননি তিনি। একাই দুই ছিনতাইকারীকে বেদম পিটিয়েছেন কিছুক্ষণ। তাদের মাধ্যমে নিজের ফোন ছিনতাইকারীকে খুঁজে বের করার চেষ্টা করেন। 

একাই দুই ছিনতাইকারীকে ধরিয়ে দিলেও থানা-পুলিশের আশানুরূপ সহায়তা পাননি বলে অভিযোগ ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দেন ওই ছাত্রী। পরে পুলিশ এসে ছিনতাইকারী দুজনকে থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকেও পুলিশের সঙ্গে থানায় যেতে হয়। 

ছিনতাইকারীদের ধরার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে ওই তরুণী বলছেন, ‘দুই দুজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল ফোন উদ্ধার না করতে পারে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই।’ ভিডিওতে ওই ছাত্রীকে বলতে শোনা যায়, ‘আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাইকারী ধরে ফেললাম। আর আপনারা দুজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?’ এ সময় একজন পুলিশ সদস্য বলেন, ‘আমরা চেষ্টা করব।’ চেষ্টা করছেন—বলে তরুণী ফের ক্ষোভ প্রকাশ করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সাংবাদিকদের বলেন, ‘ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীকে বাদী হয়ে মামলা করতে বলেছিলাম। কিন্তু রাজি হননি। পরে পুলিশ বাদী হয়ে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শিক্ষার্থীর ছিনতাই হওয়া ফোন উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ছিনতাই হওয়া ফোন উদ্ধারের চেষ্টা চলছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি