হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রমন চন্দ্র দাস নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে গৃহবধূর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

গত শনিবার উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। অভিযোগ ওঠা যুবক রমন চন্দ্র দাসের বাড়ি একই ইউনিয়নে। 

গৃহবধূর বাবা বলেন, ‘আমার মেয়ে স্বামীর বাড়ি থেকে এসে এক মাস ধরে আমার বাড়িতে রয়েছে। গত শনিবার দুপুরে মেয়েকে রমনের ভাইয়ের দোকান থেকে আমার জন্য বিড়ি কিনে আনতে পাঠাই। এ সময় দোকানের ভেতরে রমন বসা ছিল। সে মেয়েকে দোকানের ভেতরে যেতে বলে। এরপর আমার মেয়ে দোকানের ভেতরে গেলে রমন মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।’ 

গৃহবধূর বাবা আরও বলেন, ‘দোকানের ভেতরে আমার মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের জানিয়ে ন্যায়বিচার পেতে সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছি।’ 

অভিযোগের বিষয়ে জানতে রমন চন্দ্র দাসের মোবাইল ফোনে কল করা হলে এক ব্যক্তি বলেন, ‘রমন বাসায় নেই।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে গৃহবধূর বাবা সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১