হোম > অপরাধ > ঢাকা

কোনাবাড়ীতে পীরের বিরুদ্ধে মুরিদ ধর্ষণের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক ভন্ডপিরের বিরুদ্ধে এক নারী মুরিদকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই পীর পলাতক রয়েছেন। তবে তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী মেট্রো থানা-পুলিশ। 

মাসুদ মিয়া (৫০) নামের ওই পীরের বাড়ি টাঙ্গাইল জেলায়। তাঁর সহযোগীর নাম সাগর আলী। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার বাসিন্দা। থানায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার রাতে সাগর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর মহানগরীর আমবাগ এলাকায় এক ভন্ডপির মাসুদ মিয়া ধর্মের নামে তালিম দিয়ে থাকেন। এ কাজে তাঁর সহযোগী সাগর আলী। লোকমুখে শুনে ওই ভন্ডপিরের কাছে তালিম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এক নারী। সাগর আলী তাঁকে গত ১৯ ডিসেম্বর রাতে তালিম নেওয়ার জন্য মাসুদের বাসায় আসতে বলেন। 

ওসি বলেন, পরে একদিন ওই নারী তাঁর স্বামীকে নিয়ে নির্ধারিত সময়ে মাসুদের বাসায় যান। রাত ১১টার দিকে তালিম শুরুর আগে মাসুদের সহযোগী ওই নারীকে একটি পান খেতে দেন। একই সময়ে কৌশলে উক্ত নারীর স্বামীকে সিগারেট আনতে দোকানে পাঠান। পান খাওয়ার পরে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে পীর ওই নারীকে ধর্ষণ করেন। পরে তাঁর স্বামী ফিরে এসে স্ত্রীকে অজ্ঞান দেখে ঘটনা বুঝতে পারেন। 

ঘটনা বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পীর মাসুদ তাঁর সহযোগী সাগরের সহযোগিতায় পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করলে পীরের সহযোগী সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক পীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে