হোম > অপরাধ > ঢাকা

কোনাবাড়ীতে পীরের বিরুদ্ধে মুরিদ ধর্ষণের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক ভন্ডপিরের বিরুদ্ধে এক নারী মুরিদকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই পীর পলাতক রয়েছেন। তবে তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী মেট্রো থানা-পুলিশ। 

মাসুদ মিয়া (৫০) নামের ওই পীরের বাড়ি টাঙ্গাইল জেলায়। তাঁর সহযোগীর নাম সাগর আলী। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার বাসিন্দা। থানায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার রাতে সাগর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর মহানগরীর আমবাগ এলাকায় এক ভন্ডপির মাসুদ মিয়া ধর্মের নামে তালিম দিয়ে থাকেন। এ কাজে তাঁর সহযোগী সাগর আলী। লোকমুখে শুনে ওই ভন্ডপিরের কাছে তালিম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এক নারী। সাগর আলী তাঁকে গত ১৯ ডিসেম্বর রাতে তালিম নেওয়ার জন্য মাসুদের বাসায় আসতে বলেন। 

ওসি বলেন, পরে একদিন ওই নারী তাঁর স্বামীকে নিয়ে নির্ধারিত সময়ে মাসুদের বাসায় যান। রাত ১১টার দিকে তালিম শুরুর আগে মাসুদের সহযোগী ওই নারীকে একটি পান খেতে দেন। একই সময়ে কৌশলে উক্ত নারীর স্বামীকে সিগারেট আনতে দোকানে পাঠান। পান খাওয়ার পরে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে পীর ওই নারীকে ধর্ষণ করেন। পরে তাঁর স্বামী ফিরে এসে স্ত্রীকে অজ্ঞান দেখে ঘটনা বুঝতে পারেন। 

ঘটনা বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পীর মাসুদ তাঁর সহযোগী সাগরের সহযোগিতায় পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করলে পীরের সহযোগী সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক পীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক