হোম > অপরাধ > ঢাকা

কোনাবাড়ীতে পীরের বিরুদ্ধে মুরিদ ধর্ষণের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক ভন্ডপিরের বিরুদ্ধে এক নারী মুরিদকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই পীর পলাতক রয়েছেন। তবে তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী মেট্রো থানা-পুলিশ। 

মাসুদ মিয়া (৫০) নামের ওই পীরের বাড়ি টাঙ্গাইল জেলায়। তাঁর সহযোগীর নাম সাগর আলী। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার বাসিন্দা। থানায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার রাতে সাগর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর মহানগরীর আমবাগ এলাকায় এক ভন্ডপির মাসুদ মিয়া ধর্মের নামে তালিম দিয়ে থাকেন। এ কাজে তাঁর সহযোগী সাগর আলী। লোকমুখে শুনে ওই ভন্ডপিরের কাছে তালিম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এক নারী। সাগর আলী তাঁকে গত ১৯ ডিসেম্বর রাতে তালিম নেওয়ার জন্য মাসুদের বাসায় আসতে বলেন। 

ওসি বলেন, পরে একদিন ওই নারী তাঁর স্বামীকে নিয়ে নির্ধারিত সময়ে মাসুদের বাসায় যান। রাত ১১টার দিকে তালিম শুরুর আগে মাসুদের সহযোগী ওই নারীকে একটি পান খেতে দেন। একই সময়ে কৌশলে উক্ত নারীর স্বামীকে সিগারেট আনতে দোকানে পাঠান। পান খাওয়ার পরে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে পীর ওই নারীকে ধর্ষণ করেন। পরে তাঁর স্বামী ফিরে এসে স্ত্রীকে অজ্ঞান দেখে ঘটনা বুঝতে পারেন। 

ঘটনা বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পীর মাসুদ তাঁর সহযোগী সাগরের সহযোগিতায় পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করলে পীরের সহযোগী সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক পীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট