হোম > অপরাধ > ঢাকা

ভূঞাপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৪

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু রোডের পাথাইলকান্দি বাজারে পুলিশ পরিচয়ে একটি বিকাশের দোকানে ডাকাতি হয়েছে। শনিবার রাত ১১টায় এ দোকান থেকে ১৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি ভূঞাপুর থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে ভূঞাপুরের ফসলান্দি মোড়ে একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করে। 

আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৫ হাজার টাকা, পুলিশের ব্যবহৃত লাঠি, পুলিশের স্টিকার, সেনাবাহিনীর টি-শার্ট, সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, একটি অরিজিনাল পিস্তলের চামড়ার ব্যাগে খেলনা পিস্তল,৫টি মোবাইল সেট এবং একটি মাইক্রোবাস (নম্বর-ঢাকা-মেট্রো-চ ১৫-৫১৩৬) জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, নাটোরের পানপাড়া গ্রামের রহিম উল্লাহের ছেলে রাসেল (৩৩), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কিটিকা গ্রামের মজিবর হোসেন মোন্নাফের ছেলে রফিক (৩৩), রাজবাড়ী জেলার বানিয়াকান্দি উপজেলার চর বহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিঠু (২৩) এবং কুষ্টিয়ার রাণী বটতলার ইউসুফ আলীর ছেলে শহিদুল (৩৮)। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, এটি একটি আন্ত: জেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনীর পরিচয়ে চুরি, ডাকাতি এবং ছিনতাই করে থাকে। আটককৃতদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান