হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শনিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। 

লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ১৫ বছর আগে পারিবারিকভাবে নিহত আঁখির সঙ্গে সাইদুরের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। পারিবারিক কলহের জেরেই গত বৃহস্পতিবার রাতে আঁখিকে লোহার শিকলে বেঁধে সন্তানদের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় সাইদুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তাঁদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। এ সময় হাত-পা বাঁধা, মুখ রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় গৃহবধূ আঁখিকে দেখতে পান তাঁরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সাইদুর রহমান। 

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ