হোম > অপরাধ > ঢাকা

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। 

টেঁটাবিদ্ধ মো.জমির আলীকে (৩০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাসমহল বালুচর উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে বিরোধের জেরে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের শহীদ বাউল, আমির হোসেনদের সঙ্গে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল রানাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন টেঁটা বিদ্ধসহ ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, বালুচর ইউনিয়নে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। জড়িত দুই পক্ষেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির