মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
টেঁটাবিদ্ধ মো.জমির আলীকে (৩০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, বালুচর ইউনিয়নে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। জড়িত দুই পক্ষেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।