হোম > অপরাধ > ঢাকা

বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা মিলেছে

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

বাসায় প্রাইভেট পড়ানোর সময় বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্তকৃত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটি এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

অধিকতর তদন্তের সুপারিশসহ তদন্ত প্রতিবেদনটি গোসাইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে দেওয়া হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক। 

তবে অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে আনীত অভিযোগের বিরুদ্ধে লিখিত জবাব প্রধান শিক্ষকের কাছে দিয়েছেন বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক। 

অভিযোগকারীদের বক্তব্য, তদন্ত কমিটি ও প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযোগকারী ছাত্রীরাসহ ১৫-২০ জন শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ত। প্রাইভেট পড়াকালীন সময়ে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষিকাকে বিষয়টি জানান। তাঁর পরামর্শে ভুক্তভোগীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে ভুক্তভোগীরা গত ১৬ মে মৌখিকভাবে অভিযুক্ত শিক্ষকের যৌন নিপীড়নের বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। 

পরদিন ১৭ মে প্রধান শিক্ষক সকাল ১০টায় শিক্ষক কাউন্সিলের জরুরি সভা ডাকেন। সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেন। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করা হয়। এ ছাড়া পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে ক্লাসসহ বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এদিকে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানিয়েছে, তারা অভিযুক্ত শিক্ষকের অশালীন আচরণের প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। 

তদন্ত কমিটির প্রধান বলেন, প্রত্যেক ছাত্রীর বক্তব্য আলাদাভাবে শুনেছি। তদন্ত কমিটির কাছে তারা যৌন নিপীড়নের বিষয়টি জানিয়েছে। তাদের প্রত্যেকের বক্তব্য আলাদাভাবে লিখে প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দিয়েছি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, অভিযোগসহ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের সভাপতির কাছে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের কপি গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামানকেও দেওয়া হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিক্ষক নৈতিক স্খলন থেকে এ ধরনের অশালীন আচরণ করতে পারেন। ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেনেছেন, তাঁরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

এ ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আজ সকালে গোসাইরহাট উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এক সভায় নির্দেশনা প্রদান করেছি, বিদ্যালয়ে বা বাসায় কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবেন না। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান