হোম > অপরাধ > ঢাকা

শিবচরে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার জাল জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কমপক্ষে ৫০টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। 

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে নিষিদ্ধ মৌসুমে ইলিশ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়েছে। শুধু তাই নয়, নদীপাড়ের অস্থায়ী দোকান উঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় জেলেদের ইলিশ ধরার বিষয়ে সতর্ক করে প্রশাসন। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় কোনো জেলেদের নদীতে পাওয়া যায়নি। অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, পদ্মার চরে অসাধু জেলেরা এক প্রকার বাজার বসিয়ে মাছ বিক্রি করেন। এ সকল বাজার উঠিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, র‍্যাব, ব্যাটালিয়ন, কোস্টগার্ড সদস্যরা এ অভিযানে অংশ নেন।

কারওয়ানবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, ধাওয়া পাল্টাধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল