হোম > অপরাধ > ঢাকা

শিবচরে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার জাল জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কমপক্ষে ৫০টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। 

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে নিষিদ্ধ মৌসুমে ইলিশ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়েছে। শুধু তাই নয়, নদীপাড়ের অস্থায়ী দোকান উঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় জেলেদের ইলিশ ধরার বিষয়ে সতর্ক করে প্রশাসন। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় কোনো জেলেদের নদীতে পাওয়া যায়নি। অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, পদ্মার চরে অসাধু জেলেরা এক প্রকার বাজার বসিয়ে মাছ বিক্রি করেন। এ সকল বাজার উঠিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, র‍্যাব, ব্যাটালিয়ন, কোস্টগার্ড সদস্যরা এ অভিযানে অংশ নেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট