হোম > অপরাধ > ঢাকা

১২ বছর পর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশালের বিমানবন্দর থানা এলাকার তিন বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ওই আসামির নাম সোহাগ হাওলাদার (৩২)। আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১২ বছর ধরে তিনি পলাতক ছিলেন। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম। মামলার বরাত দিয়ে তিনি জানান, ভুক্তভোগী শিশুটি আসামি সোহাগের প্রতিবেশী ছিল। শিশুটির বাবা রিকশাচালক এবং মা অন্যের বাড়িতে কাজ করতেন। এই সুযোগে ঘটনার দিন শিশুটির বাড়িতে গিয়ে একা পেয়ে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে নিজ ঘরে এনে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে ধর্ষক সোহাগ পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বরিশাল বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২১ সালের মে মাসের শেষ দিকে আসামি সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

মাজহারুল ইসলাম আরও জানান, ২০১১ সালে মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন সোহাগ। গত ১২ বছর ধরে রিকশাচালক, দিনমজুর, কুলিসহ বিভিন্ন পেশার আড়ালে ছদ্মবেশ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের সময় মিরপুর দারুস সালাম এলাকায় কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন সোহাগ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে