হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে ২ শিক্ষার্থীকে আটকে চাঁদা দাবির অভিযোগ, আটক ৪ 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে রাতভর দুই শিক্ষার্থীকে আটকে নির্যাতন ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব-৪-এর একটি দল। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। এর আগে সকালে র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণ পুরা এলাকার মহর আলীর ছেলে আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারোবাড়িয়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) এবং চারিপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৭)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল সোমবার রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে তাদের গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের বিভিন্ন অপবাদ দিয়ে প্রশ্ন করতে থাকেন। 

পরে তাঁরা ভুক্তভোগীদের রাত সাড়ে ১১টার দিকে জনৈক মো. মোকলেছুর রহমানের বাসার একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখাতে থাকেন। এ সময় কক্ষে বসিয়ে ওই শিক্ষার্থীদের বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তিরা। 

এরপর তাঁরা ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবাকে ফোন দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভুক্তভোগীদের সারা রাত আটকে মানসিক নির্যাতনসহ মারধর করেন। 

পরবর্তী সময়ে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এক শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা আনার কথা বলে কৌশলে র‍্যাব অফিসে ফোন করেন। ফোনে ঘটনার বিষয়ে র‍্যাবকে জানালে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে র‍্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক এবং চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট