হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর প্রেমিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এদিকে আজ বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের বউ বাজার এলাকার তারেকের ছেলে নাঈম (১৯), নজরুল ইসলামের ছেলে যুবরাজ (১৯), খোকনের ছেলে দিপু (২০) ও সিরাজ মিয়ার ছেলে পিয়াস (২০)। তাঁরা সবাই একই এলাকার।

এর আগে গত ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাড়ির ছাদের এ ঘটনা ঘটান অভিযুক্তরা। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ আসে। এরপর রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে গ্রেপ্তারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে এনে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেন অভিযুক্তরা। 

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ