ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুই পায়ে ব্যান্ডেজ করা এক ব্যক্তির মরদেহ রেখে পালিয়ে গেছেন এক লোক। মৃত ঘোষণার পরপরই ইসমাইল নামে ওই ব্যক্তি পালিয়ে যান। হাসপাতালের নথি থেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম মাসুদ (৪০)।
আজ মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগে বেলা ২টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই পালিয়ে যান ইসমাইল। মৃত ব্যক্তির পরনে ছিল একটি ময়লাযুক্ত লুঙ্গি, সারা শরীর ধুলামাখা। দুই পায়ে ব্যান্ডেজ করা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা ইসমাইল নামে এক ব্যক্তি জানান, গাবতলী এলাকায় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান। উদ্ধারকারী ইসমাইল হাসপাতালের টিকিটে মৃত ব্যক্তির নাম লিখেছেন মাসুদ (৪০)। তবে নামটি সঠিক কি না যাচাই করা যায়নি। মৃত ঘোষণার পরপরই ইসমাইলকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের কাগজপত্রে থাকা তাঁর মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে একটা সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত গাবতলী এলাকায় কোনো সড়ক দুর্ঘটনার সংবাদ আমাদের কাছে নেই। সেখানে সব সময় পুলিশ ও অন্যান্য বাহিনী উপস্থিত থাকে। আর এখন তো ঈদের সময়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও বেশি। কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই আমরা জানতাম। তবুও খোঁজখবর নেওয়া হচ্ছে।’