হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছুরিকাঘাতে আহত পটুয়াখালীর এসি (ল্যান্ড)

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক জখম রয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, আবু বকরের পিঠে, পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আবু বকর সিদ্দিকী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। বর্তমানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমণ করে এবং ছুরিকাঘাতে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ সময় সড়কের অপর পাশ থেকে চিৎকার শুনে লোকজন দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছিনতাইকারীরা কিশোর বয়সের। তাদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৮ হবে।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তাঁর অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি, তাঁর শরীরে তিন-চারটি ছুরিকাঘাতের জখম রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তাঁর শারীরিক অবস্থার কথা বলা যাবে।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব