হোম > অপরাধ > ঢাকা

মির্জাপুরে ২ ট্রেনে পাথর নিক্ষেপ, চালকসহ আহত ৬ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মৈত্রী এক্সপ্রেসের চালকসহ উভয় ট্রেনের ৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ও রাতে মির্জাপুর রেলস্টেশন ও রশিদ দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মৈত্রী এক্সপ্রেসের চালক তৌহিদুজ্জামান ঢাকায় লিখিত অভিযোগ দিলে আজ শনিবার ঢাকা ও টাঙ্গাইল থেকে রেলওয়ে পুলিশের কর্মকর্তারা মির্জাপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মির্জাপুরের স্টেশন মাস্টার কামরুল হাসান। 

ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাথরের আঘাতে আহত একজন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইলিয়াস সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার কমলাপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ট্রেনে রওয়ানা দেন। রাত আনুমানিক ৯টার দিকে মির্জাপুর রেলস্টেশনে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আচমকা পাথর এসে তার কপালে লেগে রক্ত ঝরতে শুরু করে। পাথরের আঘাতে তিনিসহ ট্রেনের আরও ৪ জন যাত্রী আহত হন। ট্রেনে অবস্থানকারী পাকশী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

এর আগে একই দিন বেলা ৩টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌছার পর দুর্বৃত্তরা ওই ট্রেনে পাথর ছুরে। এই ঘটনায় ওই ট্রেনের চালক তৌহিদুজ্জামান গুরুতর আহত হন বলে মির্জাপুরের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান। তিনি বলেন, আজ শনিবার তাঁর চোখের অপারেশন হওয়ার কথা। 

ট্রেনে পাথর নিক্ষেপের খবর পেয়ে আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই ফজলুর রহমান। তারা মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দকী, হাফিজুর রহমান, রওশনারা বেগম, সাবেক কাউন্সিলর সাজুসহ স্থানীয়দের নিয়ে বৈঠক করেন।
 
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট