হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৫) অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে রাজবাড়ী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ আসামি মো. নয়ন মৃধা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। 

নয়ন ফরিদপুরের কোতোয়ালির ভাজনডাঙ্গা গ্রামের মৃত জামাল মৃধার ছেলে। 

মামলার এজাহারসূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী রাজবাড়ীর একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়াশোনা করে। গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বের হয়। পরে সে সদর উপজেলার খানখানাপুরের লাকির দোকানের মোড়ে পৌঁছালে নয়ন মৃধা জোরপূর্বক একটি পিকআপ ভ্যানে তুলে এবং ওই ছাত্রীর মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরবর্তী সময়ে ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করেন। গত বৃহস্পতিবার বিকেলে নয়ন মেয়েটিকে খানখানাপুরের ফৈজুদ্দিন মাতুব্বরের পাড়ার একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই জাফর ইকবাল জানান, মামলার পর নয়ন মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি