হোম > অপরাধ > ঢাকা

স্বামীহারা নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় স্বামীহারা এক নারীকে (২৫) হাত-মুখ বেঁধে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে। এ আগে গতকাল রোববার বিকেলে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন তিনি। 

আসামিরা হলেন ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের রুবেল শেখ (২২), শাহিন কাজী (২৬), সজিব কাজী (২০), রাকিব খান (২৫) ও হাসিবুল ভূঁইয়া (২০)।

ভুক্তভোগী জানান, ১০ বছর আগে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে তাঁর বিয়ে হয়। ৪ বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর ৭ বছরের মেয়ে ও ৪ বছরের ছেলেসন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই নারী ছেলেমেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। 

ওই নারী বলেন, টাকার প্রয়োজন হওয়ায় গত ২৮ মার্চ বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ি আলেখারকান্দা গ্রামে যান তিনি। ওই দিন সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি থেকে দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফেরার জন্য রওনা দেন। পথে আলেখারকান্দা গ্রামের আউড়াবাগে পৌঁছালে আসামিরা তাঁদের হাতে থাকা চাকু দিয়ে দুই আত্মীয়কে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই নারীকে পাশের গমখেতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। 

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর মেডিকেল পরীক্ষা করানো হবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট