হোম > অপরাধ > ঢাকা

স্বামীহারা নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় স্বামীহারা এক নারীকে (২৫) হাত-মুখ বেঁধে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে। এ আগে গতকাল রোববার বিকেলে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন তিনি। 

আসামিরা হলেন ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের রুবেল শেখ (২২), শাহিন কাজী (২৬), সজিব কাজী (২০), রাকিব খান (২৫) ও হাসিবুল ভূঁইয়া (২০)।

ভুক্তভোগী জানান, ১০ বছর আগে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে তাঁর বিয়ে হয়। ৪ বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর ৭ বছরের মেয়ে ও ৪ বছরের ছেলেসন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই নারী ছেলেমেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। 

ওই নারী বলেন, টাকার প্রয়োজন হওয়ায় গত ২৮ মার্চ বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ি আলেখারকান্দা গ্রামে যান তিনি। ওই দিন সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি থেকে দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফেরার জন্য রওনা দেন। পথে আলেখারকান্দা গ্রামের আউড়াবাগে পৌঁছালে আসামিরা তাঁদের হাতে থাকা চাকু দিয়ে দুই আত্মীয়কে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই নারীকে পাশের গমখেতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। 

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর মেডিকেল পরীক্ষা করানো হবে। 

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন