হোম > অপরাধ > ঢাকা

শিবচরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৯ জন গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকা ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ৯ জনের বিরুদ্ধে শিবচর উপজেলার কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আনসার আলী সরকার, খোকন আহম্মদ, মো. আজিজুল হক, হায়দুল ইসলাম কাজল, রাসেল মাদবর, কাজল খান, সিরাজুল ইসলাম, রতন মণ্ডল ও আলিমুর রহমান জনি।

এর আগে রোববার দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। 

মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘শিবচরে আড়িয়াল খাঁ নদের সঙ্গে তিনটি সেতু। একটি রেল সেতু এবং একটি নতুন অন্যটি পুরোনো সেতু। সেতুর চারপাশ খুবই সংবেদনশীল জায়গা। আড়িয়াল খাঁ অত্যন্ত ভাঙনপ্রবণ একটি নদ। এখানে একটি চক্র বিভিন্ন রকমের ধোঁকাবাজি করে নদীতে ড্রেজিং করে বালু বিক্রি করছে। নদে এমন ড্রেজিংয়ের ফলে রেলসেতুর ব্যাপক ক্ষতি হতে পারে এটা ভেবেই মূলত আমরা এখানে অভিযান পরিচালনা করি।’ 

অভিযানকালে শিবচর থানা-পুলিশ, নৌ-পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ’গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট