মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকা ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ৯ জনের বিরুদ্ধে শিবচর উপজেলার কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আনসার আলী সরকার, খোকন আহম্মদ, মো. আজিজুল হক, হায়দুল ইসলাম কাজল, রাসেল মাদবর, কাজল খান, সিরাজুল ইসলাম, রতন মণ্ডল ও আলিমুর রহমান জনি।
এর আগে রোববার দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।
অভিযানকালে শিবচর থানা-পুলিশ, নৌ-পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ’গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’