হোম > অপরাধ > ঢাকা

শিবচরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৯ জন গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকা ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ৯ জনের বিরুদ্ধে শিবচর উপজেলার কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আনসার আলী সরকার, খোকন আহম্মদ, মো. আজিজুল হক, হায়দুল ইসলাম কাজল, রাসেল মাদবর, কাজল খান, সিরাজুল ইসলাম, রতন মণ্ডল ও আলিমুর রহমান জনি।

এর আগে রোববার দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। 

মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘শিবচরে আড়িয়াল খাঁ নদের সঙ্গে তিনটি সেতু। একটি রেল সেতু এবং একটি নতুন অন্যটি পুরোনো সেতু। সেতুর চারপাশ খুবই সংবেদনশীল জায়গা। আড়িয়াল খাঁ অত্যন্ত ভাঙনপ্রবণ একটি নদ। এখানে একটি চক্র বিভিন্ন রকমের ধোঁকাবাজি করে নদীতে ড্রেজিং করে বালু বিক্রি করছে। নদে এমন ড্রেজিংয়ের ফলে রেলসেতুর ব্যাপক ক্ষতি হতে পারে এটা ভেবেই মূলত আমরা এখানে অভিযান পরিচালনা করি।’ 

অভিযানকালে শিবচর থানা-পুলিশ, নৌ-পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ’গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট