হোম > অপরাধ > ঢাকা

নাশকতার মামলায় বিএনপির ৪ নেতার ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার ঢাকা মামলায় মহানগর বিএনপি ও রাজধানীর বাড্ডা থানা বিএনপির চার নেতাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এই রায় দেন।

আসামিরা হলেন—বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লা, বাড্ডা থানা বিএনপি নেতা ইসমাইল, আবু বক্কর সিদ্দিক ও বাচ্চু।

দণ্ডবিধির তিনটি ধারায় তাঁদের দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডবিধির ১৪৩ ধারায় (বেআইনি সমাবেশ) ছয় মাস, ৪২৭ ধারায় (ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করা) ছয় মাস ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় (সরকারি কর্তব্য কাজে বাধা দান) এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১ জনকে খালাস দেন আদালত।

 ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় আসামিরা। যানবাহনে ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করে পুলিশ। এরপর তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জন সাক্ষ্য দেন।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬