হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীর ময়লার স্তূপে নারীর পোড়া মরদেহ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তূপ থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার ডিপো থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া ছিল এবং মরদেহটিতে পচন ধরে গেছে। 

এসআই আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেই আগুনেও তাঁর শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ এবং তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না বা অন্তঃসত্ত্বা ছিলেন কি না, সে বিষয়ে জানতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক