হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীর ময়লার স্তূপে নারীর পোড়া মরদেহ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তূপ থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার ডিপো থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া ছিল এবং মরদেহটিতে পচন ধরে গেছে। 

এসআই আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেই আগুনেও তাঁর শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ এবং তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না বা অন্তঃসত্ত্বা ছিলেন কি না, সে বিষয়ে জানতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা