হোম > অপরাধ > ঢাকা

যাত্রাবাড়ীর ময়লার স্তূপে নারীর পোড়া মরদেহ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তূপ থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার ডিপো থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া ছিল এবং মরদেহটিতে পচন ধরে গেছে। 

এসআই আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেই আগুনেও তাঁর শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ এবং তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না বা অন্তঃসত্ত্বা ছিলেন কি না, সে বিষয়ে জানতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের