নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে পড়ে থাকা ৮টি হাতবোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ সোমবার বেলা ৩টায় ঢাকা থেকে ইউনিটটি এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, সকালে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় রাস্তার পাশে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
বেলা ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা নাগাদ হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বোমাগুলো নিষ্ক্রিয় করার কথা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘যারা এই এলাকায় বোমাবাজি করতে চেয়েছিল তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।’