হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল ৮টি হাতবোমা, পরে নিষ্ক্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে পড়ে থাকা ৮টি হাতবোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ সোমবার বেলা ৩টায় ঢাকা থেকে ইউনিটটি এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। 

পুলিশ জানায়, সকালে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় রাস্তার পাশে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর  পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।  

বেলা ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা নাগাদ হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বোমাগুলো নিষ্ক্রিয় করার কথা নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দুষ্কৃতকারীরা বোমাগুলো এই এলাকায় এনেছিল বলে আমরা ধারণা করছি। পুলিশি তৎপরতার কারণে তারা এগুলোর বিস্ফোরণ ঘটাতে না পেরে এখানে ফেলে গেছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘যারা এই এলাকায় বোমাবাজি করতে চেয়েছিল তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।’

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে