হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল ৮টি হাতবোমা, পরে নিষ্ক্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে পড়ে থাকা ৮টি হাতবোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ সোমবার বেলা ৩টায় ঢাকা থেকে ইউনিটটি এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। 

পুলিশ জানায়, সকালে উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায় রাস্তার পাশে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর  পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।  

বেলা ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা নাগাদ হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বোমাগুলো নিষ্ক্রিয় করার কথা নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দুষ্কৃতকারীরা বোমাগুলো এই এলাকায় এনেছিল বলে আমরা ধারণা করছি। পুলিশি তৎপরতার কারণে তারা এগুলোর বিস্ফোরণ ঘটাতে না পেরে এখানে ফেলে গেছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘যারা এই এলাকায় বোমাবাজি করতে চেয়েছিল তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা