হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুবেল ওরফে নূর নবী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুসলিমনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার রুবেল ফতুল্লার মুসলিমগর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ও বাদী একই বাড়ির ভাড়াটিয়া। পাশাপাশি থাকার সুবাদে তাঁদের মাঝে সুসম্পর্ক ছিল। প্রায় সময় তাঁদের বাসায় আসা যাওয়া ছিল। গত ১৭ জুলাই রুবেল কিশোরীকে ডেকে বলে তার বাবা কিছু টাকা পান সেটা এসে নিয়ে যেতে। কিশোরী টাকা আনতে রুবেলের বাসায় গেলে রুবেল দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। 

এ সময় কিশোরী ডাক-চিৎকার শুরু করলে রুবেল ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ধর্ষণের ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। 

মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হক বলেন, ‘মামলা দায়েরের পরপরই শুক্রবার সকালে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছি আমরা।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯