হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুবেল ওরফে নূর নবী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুসলিমনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার রুবেল ফতুল্লার মুসলিমগর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ও বাদী একই বাড়ির ভাড়াটিয়া। পাশাপাশি থাকার সুবাদে তাঁদের মাঝে সুসম্পর্ক ছিল। প্রায় সময় তাঁদের বাসায় আসা যাওয়া ছিল। গত ১৭ জুলাই রুবেল কিশোরীকে ডেকে বলে তার বাবা কিছু টাকা পান সেটা এসে নিয়ে যেতে। কিশোরী টাকা আনতে রুবেলের বাসায় গেলে রুবেল দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। 

এ সময় কিশোরী ডাক-চিৎকার শুরু করলে রুবেল ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ধর্ষণের ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। 

মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হক বলেন, ‘মামলা দায়েরের পরপরই শুক্রবার সকালে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছি আমরা।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক