হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাবার কিনতে বের হয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টায় উপজেলার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুল কাইয়ুম একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা হিমেল নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। 

নিহতের স্বজনেরা জানান, সকাল পৌনে ৭টার দিকে সকালের নাশতা কিনতে বাসা থেকে বের হয় কাইয়ুম। কিছু সময় পর বাসায় খবর আসে কাইয়ুম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে আছে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে এলাকার কারও বিরোধ ছিল না। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা একটি দামি মোবাইল খোয়া যায়। 

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এতে বোঝা যায় ঘাতকের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে তাঁর। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কে বা কারা হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। স্থানীয়দের দ্বারা আটক যুবক হিমেলকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন