হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর আজ রোববার অভিযুক্ত যুবক নূরে আলমকে (১৯) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা-পুলিশ।

নূরে আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সিংড়াপুকুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি মহানগরীর সদর থানার বাউপাড়ার জনৈক কবিরাজ হাজির বাড়ির ভাড়াটিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় ভাড়া থাকতেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামী কর্মস্থলে থাকায় সন্ধ্যার দিকে পাশের ভিমবাজার থেকে কেক কিনে বাসায় ফেরার পথে ওই যুবক আমাকে জোর করে ক্যামট্রেক নামক একটি কেমিক্যাল কারখানার দক্ষিণ পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় আমার মুখে সে স্কচটেপ লাগিয়ে নেয়। এরপর বাসায় এসে ফোনে আমার স্বামীকে বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করি।’ 

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন