হোম > অপরাধ > ঢাকা

‘অনলাইনে বিজ্ঞাপন দেখে’ আইফোন কিনতে গিয়ে খোয়ালেন মোটরসাইকেল ও টাকা

সাভার (ঢাকা) প্রতিনিধি

একটি অনলাইন প্ল্যাটফর্মে আইফোন ১১ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে পছন্দ হয় গাজীপুরের যুবক রাসেল মিয়ার (২৫)। বিক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফোনটি কিনতে আশুলিয়ায় আসেন তিনি। কিন্তু ওত পেতে থাকা বিক্রেতা পরিচয়ধারীরা তাঁকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। 

গতকাল রোববার দিনে দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আশুলিয়া থানায় মামলা করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে রাসেল মিয়া।

ভুক্তভোগী রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিক্রয় ডটকমে আইফোন ১১ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করি। পরে সেই মোবাইল ফোন কিনতে আশুলিয়ায় আসি। বিক্রেতারা পাঁচ-ছয়জন ছিল। তারা আমাকে প্রথমে মোবাইল ফোনটি দেখায়। কিনতে রাজি হলে আমি তাদের হাতে ৪০ হাজার টাকা দিই। তারা মোবাইল ফোনটি না দিয়ে উল্টো আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমাকে মারধর করে আমার মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয়। আমি আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় পাঁছ-ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’ 

আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই ভুক্তভোগীর খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা সম্ভব হবে। আসামিরাও আইনের আওতায় আসবে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান