হোম > অপরাধ > ঢাকা

‘অনলাইনে বিজ্ঞাপন দেখে’ আইফোন কিনতে গিয়ে খোয়ালেন মোটরসাইকেল ও টাকা

সাভার (ঢাকা) প্রতিনিধি

একটি অনলাইন প্ল্যাটফর্মে আইফোন ১১ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে পছন্দ হয় গাজীপুরের যুবক রাসেল মিয়ার (২৫)। বিক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফোনটি কিনতে আশুলিয়ায় আসেন তিনি। কিন্তু ওত পেতে থাকা বিক্রেতা পরিচয়ধারীরা তাঁকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। 

গতকাল রোববার দিনে দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আশুলিয়া থানায় মামলা করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে রাসেল মিয়া।

ভুক্তভোগী রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিক্রয় ডটকমে আইফোন ১১ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করি। পরে সেই মোবাইল ফোন কিনতে আশুলিয়ায় আসি। বিক্রেতারা পাঁচ-ছয়জন ছিল। তারা আমাকে প্রথমে মোবাইল ফোনটি দেখায়। কিনতে রাজি হলে আমি তাদের হাতে ৪০ হাজার টাকা দিই। তারা মোবাইল ফোনটি না দিয়ে উল্টো আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমাকে মারধর করে আমার মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয়। আমি আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় পাঁছ-ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’ 

আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই ভুক্তভোগীর খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা সম্ভব হবে। আসামিরাও আইনের আওতায় আসবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট