হোম > অপরাধ > ঢাকা

অভিজাত পাড়ায় বিদেশি মদের গুদাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর অভিজাত পাড়া গুলশানে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন ফয়সাল নামে এক যুবক। অভিযোগ আছে, গুলশান- বনানী এলাকার ভিআইপি ও বিদেশিদের কাছে এ মদ সরবরাহ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার গুলশানের ওই বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময়  উদ্ধার করা হয় ১৪৯ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার।

সরেজমিনে দেখা যায়, গুলশান ১ এর ১২৮ নম্বর রোডের ৫ নম্বর বাসাটির পঞ্চম তলার  ফ্ল্যাটটিকে মদের গুদাম হিসেবে ব্যবহার করা হয়েছে৷ তিন রুমের ফ্ল্যাটটিতে সেভাবে কোনো আসবাবপত্র দেখা যায়নি। অব্যবহৃত এই ফ্ল্যাটের একটি রুমের আলমারি থেকে এ মাদক উদ্ধার করেছে বলে দাবি করেন মাদকদ্রব্য অধিদপ্তর।

উদ্ধার অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপপরিচালক রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ফয়সাল কামাল রিয়েল স্টেটের মালিকের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত৷ গুলশানে একাধিক বাসা ভাড়া নিয়ে সেগুলোকে মদের গুদাম হিসেবে ব্যবহার করতেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুজন গাড়ি চালকের মাধ্যমে এই মদগুলো বিভিন্ন ক্লায়েন্টের বাসায় সরবরাহ করত। এ ঘটনায় ফয়সাল সহ তার দুই গাড়িচালক ইব্রাহিম ও আলমকে গ্রেপ্তার করা হয়েছে৷ মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯