হোম > অপরাধ > ঢাকা

অভিজাত পাড়ায় বিদেশি মদের গুদাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর অভিজাত পাড়া গুলশানে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন ফয়সাল নামে এক যুবক। অভিযোগ আছে, গুলশান- বনানী এলাকার ভিআইপি ও বিদেশিদের কাছে এ মদ সরবরাহ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার গুলশানের ওই বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময়  উদ্ধার করা হয় ১৪৯ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার।

সরেজমিনে দেখা যায়, গুলশান ১ এর ১২৮ নম্বর রোডের ৫ নম্বর বাসাটির পঞ্চম তলার  ফ্ল্যাটটিকে মদের গুদাম হিসেবে ব্যবহার করা হয়েছে৷ তিন রুমের ফ্ল্যাটটিতে সেভাবে কোনো আসবাবপত্র দেখা যায়নি। অব্যবহৃত এই ফ্ল্যাটের একটি রুমের আলমারি থেকে এ মাদক উদ্ধার করেছে বলে দাবি করেন মাদকদ্রব্য অধিদপ্তর।

উদ্ধার অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপপরিচালক রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ফয়সাল কামাল রিয়েল স্টেটের মালিকের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত৷ গুলশানে একাধিক বাসা ভাড়া নিয়ে সেগুলোকে মদের গুদাম হিসেবে ব্যবহার করতেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুজন গাড়ি চালকের মাধ্যমে এই মদগুলো বিভিন্ন ক্লায়েন্টের বাসায় সরবরাহ করত। এ ঘটনায় ফয়সাল সহ তার দুই গাড়িচালক ইব্রাহিম ও আলমকে গ্রেপ্তার করা হয়েছে৷ মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০