হোম > অপরাধ > ঢাকা

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সামনে এ মানববন্ধন করেন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী ভবনের চারতলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় ২০-২৫ জন ঠিকাদার তাঁর কক্ষে ঢুকে অতর্কিতভাবে হামলা করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

মানববন্ধনে প্রকৌশলীরা কয়েকটি দাবি তুলে ধরে বলেন, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারীদের আইনের আওতায় আনতে হবে। জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। পূর্বে এলজিইডির প্রকৌশলীদের ওপর হওয়া সব হামলার বিচার করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে হবে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, সহকারী প্রকৌশলী মো. আবুল হাসান শোভন, মো. শাহরিয়ার, কৌশিক বসাক, উপসহকারী প্রকৌশলী আবদুল মালেক সিদ্দিকী, হিসাবরক্ষক মো. আলমগীর প্রমুখ। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য