হোম > অপরাধ > ঢাকা

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সামনে এ মানববন্ধন করেন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী ভবনের চারতলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় ২০-২৫ জন ঠিকাদার তাঁর কক্ষে ঢুকে অতর্কিতভাবে হামলা করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

মানববন্ধনে প্রকৌশলীরা কয়েকটি দাবি তুলে ধরে বলেন, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারীদের আইনের আওতায় আনতে হবে। জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। পূর্বে এলজিইডির প্রকৌশলীদের ওপর হওয়া সব হামলার বিচার করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে হবে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, সহকারী প্রকৌশলী মো. আবুল হাসান শোভন, মো. শাহরিয়ার, কৌশিক বসাক, উপসহকারী প্রকৌশলী আবদুল মালেক সিদ্দিকী, হিসাবরক্ষক মো. আলমগীর প্রমুখ। 

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ