হোম > অপরাধ > ঢাকা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বরের (২২) নামে মামলাটি করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। 

জেলা সদর হাসপাতালে এরই মধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দিও দিয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ছয় মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কিরণ মাতুব্বরের ছেলে জিসান ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয়ে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। সম্প্রতি পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। স্থানীয় মাতবরদের জানানোর পর থেকে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পরে থানায় মামলা করে পরিবার। 

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বলেন, আসামিদের ধরতে চলছে অভিযান। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দিও দিয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ