হোম > অপরাধ > ঢাকা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বরের (২২) নামে মামলাটি করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। 

জেলা সদর হাসপাতালে এরই মধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দিও দিয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ছয় মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কিরণ মাতুব্বরের ছেলে জিসান ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয়ে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। সম্প্রতি পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। স্থানীয় মাতবরদের জানানোর পর থেকে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পরে থানায় মামলা করে পরিবার। 

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বলেন, আসামিদের ধরতে চলছে অভিযান। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দিও দিয়েছে।

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত