হোম > অপরাধ > ঢাকা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বরের (২২) নামে মামলাটি করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। 

জেলা সদর হাসপাতালে এরই মধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দিও দিয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ছয় মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কিরণ মাতুব্বরের ছেলে জিসান ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয়ে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। সম্প্রতি পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। স্থানীয় মাতবরদের জানানোর পর থেকে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পরে থানায় মামলা করে পরিবার। 

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বলেন, আসামিদের ধরতে চলছে অভিযান। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দিও দিয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন